Skip to main content

Muhammad Al Emran - মুহাম্মদ আল ইমরান

Muhammad Al Emran

মুহাম্মদ আল ইমরান এম এ ইমরান নামেও পরিচিত, একজন বাংলাদেশী অভিনেতা, লেখক এবং নির্মাতা। ইমরান থিয়েটার, ফিল্ম এবং টেলিভিশন প্রযোজনায় একজন অভিনেতা হিসেবে কাজ করেছেন। তার নিজের নামে (Muhammad Al Emran) একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি বই রিভিউ এবং তথ্যচিত্র সম্পর্কিত ভিডিও আপলোড করেন।

কর্মজীবন:

অভিনয়: ইমরানের অভিনয় জীবন শুরু হয় থিয়েটার দিয়ে। ২০২৪ খ্রিষ্টাব্দে জ্যাঁ পল সার্ত্রের 'মেন উইদাউট শ্যাডোজ' অবলম্বনে 'ছায়াহীন কায়া' নাটকে ল্যান্ড্রুজ(লুৎফর/লাভলু) চরিত্রে অভিনয় করেন। নাটকটি পরিকল্পনা ও বিনির্মাণ করেন তৌফিক মেসবাহ। নাটকটি প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ৬ষ্ঠ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীদের দ্বারা নাট্য নির্মাণ কোর্সের আওতায় পরীক্ষা হিসেবে মঞ্চস্থ হয়। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটকটি ২য় বারের মত মঞ্চস্থ হয়। ছবি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪ এর দর্শকবৃন্দ

ক্যাথরিন পিউরীফিকেশন ও রুবাইয়া জাবীন প্রিয়তা ম্যাডামের সঙ্গে অভিনেতারা।


মেন উইদাউট শ্যাডোজ নাটকের শেষ দৃশ্য

মেন উইদাউট শ্যাডোজ নাটকের শুরু দৃশ্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম স্যারের সঙ্গে অভিনেতারা। 

পছন্দের বই সমূহ:

১. পোয়েটিক্স - এরিস্টটল।

২. আমার ছেলেবেলা - হুমায়ূন আহমেদ।

৩. ক্যাথরিন পার ও অন্যান্য - অনুবাদক ক্যাথরিন পিউরীফিকেশন।



Comments