নাম : আব্দুল মন্নান হাওলাদার। ডাক নাম : মন্নান মাস্টার/মন্নান স্যার। পিতার নাম : আয়জদ্দিন হাওলাদার। মাতার নাম : রিজিয়া বেগম। ঠিকানা : দুমকি, পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ।জাতীয়তা : বাংলাদেশী। পেশা : কর্ম জীবনের শুরুতে তিনি সেহাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন পরে তিনি তার নিজ গ্রামের স্কুল চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়জিত ছিলেন। সফলতা : তার শিক্ষার্থীরা বর্তমানে দেশ বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত আছেন। পারিবারিক কথা: তার স্ত্রীর নাম : মোসা মাছুমা বেগম। তার তিন সন্তান: বড় মেয়ে : রওনক জাহান ইমা। বড় ছেলে : মাহমুদুর নূর ইমন। ছোট ছেলে : মুহাম্মদ আল ইমরান। তিনি ২৮-০২-২০১৯ তারিখ পটুয়াখালী সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।