মা ফিরবেন - মুহাম্মদ আল ইমরান।
চোখের পানি বৃষ্টি হয়ে পরে।
আপনার এক ফোটা চোখের পানিতে-
হৃদয়ে বাঁধ ভাঙে।
আপনি কাঁদবেন না আমার দিকে চেয়ে!
স্মৃতি আপনার মনকে গভীরভাবে
নাড়া দেয়।
এক বিস্মৃতি আপনাকে স্তব্ধ করে দেয়।
আমি বারবার আপনাকে দেখতে চাই-
আপনার চোখের পানি আমি দেখতে চাই না।
.........................................
Comments
Post a Comment