জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ২০১৩ সালের ১৮ আগস্ট চালু হয়। তখন শুরুর দিকে নাট্যকলা ও সংগীত একটি বিভাগ ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে মীজানুর রহমান ২০ মার্চ ২০১৩ তারিখে যোগদান করেন। তার বিশেষ আগ্রহে একই দিনে নাট্যকলা ও সংগীত বিভাগ এবং চরুকলা বিভাগ নামে ২টি বিভাগ চালু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে নাট্যকলা ও সংগীত বিভাগের ক্লাস শুরু হয়। বিভাগের কার্যক্রম শুরুর আগে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পান কামালউদ্দীন কবির স্যার(নাট্যকলা) ও রেজওয়ান আলী স্যার(সংগীত)। শুরুরদিকে চেয়ারম্যান ছিলেন ড. লাইসা আহমদ লিসা। ২০১৫ সালের জানুয়ারি/ফেব্রুয়ারি মাসে নাট্যকলা ও সংগীত বিভাগ আলাদা হয়। আলাদা হাবার পর নাট্যকলা বিভাগের চেয়ারম্যান হন মো. আব্দুল হালিম প্রামানিক স্যার ও সংগীত বিভাগের চেয়ারম্যান হন অনিমা রায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বর্তমান চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন ম্যাডাম।
তথ্য: কামালউদ্দীন কবির স্যার।
সাক্ষাৎকার: মুহাম্মদ আল ইমরান।
তারিখ: ১৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৪ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ
এটি একটি গবেষণামূলক অপ্রকাশিত লেখা। যা আপনাকে বিশেষ প্রয়োজনে দেয়া হয়েছে। অনুগ্রহ করে লেখার অপব্যবহার করবেন না।
আপনাকে ধন্যবাদ।
Comments
Post a Comment