Skip to main content

নাট্যকলা বিভাগের ইতিবৃত্ত: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ২০১৩ সালের ১৮ আগস্ট চালু হয়। তখন শুরুর দিকে নাট্যকলা সংগীত একটি বিভাগ ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে মীজানুর রহমান ২০ মার্চ ২০১৩ তারিখে যোগদান করেন। তার বিশেষ আগ্রহে একই দিনে নাট্যকলা সংগীত বিভাগ এবং চরুকলা বিভাগ নামে ২টি বিভাগ চালু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে নাট্যকলা সংগীত বিভাগের ক্লাস শুরু হয়। বিভাগের কার্যক্রম শুরুর আগে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পান কামালউদ্দীন কবির স্যার(নাট্যকলা) রেজওয়ান আলী স্যার(সংগীত) শুরুরদিকে চেয়ারম্যান ছিলেন . লাইসা আহমদ লিসা।  ২০১৫ সালের জানুয়ারি/ফেব্রুয়ারি মাসে নাট্যকলা সংগীত বিভাগ আলাদা হয়। আলাদা হাবার পর নাট্যকলা বিভাগের চেয়ারম্যান হন মো. আব্দুল হালিম প্রামানিক স্যার সংগীত বিভাগের চেয়ারম্যান হন অনিমা রায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বর্তমান চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন ম্যাডাম।


তথ্য: কামালউদ্দীন কবির স্যার।

সাক্ষাৎকার: মুহাম্মদ আল ইমরান। 

তারিখ: ১৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৪ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ


এটি একটি গবেষণামূলক অপ্রকাশিত লেখা। যা আপনাকে বিশেষ প্রয়োজনে দেয়া হয়েছে। অনুগ্রহ করে লেখার অপব্যবহার করবেন না।

আপনাকে ধন্যবাদ।


Comments