ড. ফাহমিদা আক্তার ম্যাডামের পরিচালনা ও গ্রন্থনায় "তাঁরা ছিলেন - থাকবেন প্রেরণা হয়ে(২০২৪) [They Were - Will Remain an Inspiration(2024)] তথ্যচিত্রটি দেখলাম। যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০২৪ সালে অবসর গ্রহণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
২০২৪ সালের নির্মিত তথ্যচিত্র যার স্থিতিকাল ২৪ মিনিট ২৪ সেকেন্ড। আসলে ২০২৪ সালের তথ্যচিত্র বলেই কি ২৪ মিনিট ২৪ সেকেন্ড রাখা হয়েছে? বিষয়টি কি কাকতালীয় নাকি এই ২৪ এর কোন বিশেষত্ব আছে? এটা ভাবনা বিষয়। তবে এতে নতুনত্ব রয়েছে ২৪-২৪:২৪।
৬:০২ - ৬:১৫ এই অংশের ১৩ সেকেন্ড মনে হচ্ছিল ফ্রেমের বাহিরে চরিত্র। কিন্তু ডান পাশের দেয়ালের দিকে তাকালে সেটা আবার মনে হয় না। আর ১৯:০৮ - ২০:১০ এই অংশে বক্তব্যের সময় সম্পূর্ণ 'High Angle' না রেখে সাইট ভিউ বা 'Shoulder Level' short রাখলে মনে হয় আরো ভালো লাগত! ১৪:৫৮ - ১৫:৩৪ এই অংশের কথা বিশেষ ভাবে বলতে হয়। কেননা গাছের কাণ্ড ও চরিত্রের চোখের একটা মিল লক্ষ করা যায় 'The Rule of Thirds' প্রয়োগ করে। এই অংশটা বেশ সুন্দর লেগেছে। এছাড়া শুরুর গল্প ও শেষের গান তথ্যচিত্রে ভিত্তি স্থাপন করে দিয়েছে।
পরিশেষে, আমি ফিল্মের তত্ত্বীয় কোনো জ্ঞান সম্পর্কে জ্ঞাত নই। তবে জানার চেষ্টা করি। একজন সাধারণ দর্শকমন থেকে উপর্যুক্ত কথা বলা। এই কথা গুলো আমি আরো বলব ভিন্ন ভিন্ন তথ্যচিত্র নিয়ে। কারণ এতে শিখতে পারছি এবং আমি শিখতে চাই! আপনিও চাইলে দেখতে পারেন এই তথ্যচিত্র “Fahmida Akhter” ইউটিউব চ্যানেলে।
তথ্যচিত্র: তাঁরা ছিলেন - থাকবেন প্রেরণা হয়ে(২০২৪)।
পরিচালক: ড. ফাহমিদা আক্তার ম্যাডাম।
মুহাম্মদ আল ইমরান
বৃহঃস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।
Comments
Post a Comment