কবিতা: গীর্জার ঘন্টা বাজে।
লেখক: মুহাম্মদ আল ইমরান।
দুয়ারের বাহিরে গৃহ থেকে নব কান্না।
গীর্জার ঘন্টা বাজে।
হাটে যায়, ঘাটে যায়, মাঠে যায়, যায় গৃহে কিশোর সন্ধ্যা ঘনিয়ে।
ভালো লাগে মায়ের হাতের মাখানো ভাত।
উদ্দীপনা বাড়িয়ে দিয়ে তারুণ্যের কথা বলে।
দেখা হয়, মনের কোণে রাখা হয়, কথা হয়,
বিকালের অভিমুখে সন্ধ্যা নামার আগে।
যুবকের গীত ততদিনে শুনে যায় কোন অপরূপা যৈবতী কন্যা।
সংসারে তার মন বসে না, ঘরের কাজে নিঃসঙ্গ তার স্ত্রী।
এলো নব কান্না- গীর্জার ঘন্টা বাজে।
গ্লানিবোধটুকু রাখে অপেক্ষায়।
নব কান্নার আনন্দে বিমোহিত পটভূমি।
সংসারে তার মন বসেছে, ঘরের কাজে দিয়েছে হাত।
দায়িত্বের বেড়াজালে বন্দী।
ছেলে মেয়ে স্বজন নিয়ে আপন হৃদয়ে বাজে আনন্দের সংগীত।
গীর্জার ঘন্টা বাজে।
Comments
Post a Comment