Skip to main content

সেমিনার: কানাডায় বাংলা মঞ্চনাটক।

Toronto Theatre Folks এবং প্রাচ্যনাট এর আয়োজনে "কানাডায় বাংলা মঞ্চনাটক" শিরোনামে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সেমিনার অনুষ্ঠিত হয়। ✅



প্রবন্ধ লেখক- পারভেজ চৌধুরী। প্রবন্ধ পাঠ ও উপস্থাপনা করেন নির্দেশক ও অভিনেতা ইমামুল হক। আজাদ আবুল কালাম, মেহরাব রহমান, নায়লা আজাদ নূপুর ও আরো অনেকে আলোচনা করেন। 🎤


সেমিনারে যে প্রবন্ধ দেয়া হয়েছে তা অনেক তথ্যবহুল একটি লেখা। যদি কেউ কানাডায় বাংলানাট্যের সন্ধান করেন তাহলে তাকে আমি বলল এই প্রবন্ধ পড়তে। সেমিনারে উঠে এসেছে কানাডা তথা প্রবাসে বাংলা নাটকের সমস্যা, করণীয় ও সম্ভাবনা। সেমিনারে উপস্থিতি ছিলেন নাট্য নির্দেশক, নাট্যকার, অভিনেতা, আবৃত্তিকার, নাট্যশিল্পী ও গবেষক। 🎭

সেমিনার শেষে নায়লা আজাদ নূপুর ম্যাডামের সঙ্গে কথা হয়। তিনি আমাদের বিভাগে আসবেন। 🌹


Comments