গত ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে "তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মরণে 'চলচ্চিত্র পথ' অনুষ্ঠিত হয়। যাতে তারেক মাসুদের নির্মিত "আদম সুরত" ও তারেক মাসুদকে নিয়ে নির্মিত প্রামাণ্য "ফেরা" দেখানো হয়। যদিও আগে চলচ্চিত্র দুইটি অনলাইনে দেখেছি তবে ওখানে যেন নতুনভাবে দেখলাম। বক্তৃতাদের কথায় তারেক মাসুদকে আরো জানার সুযোগ হলো। বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় নাহিদ মাসুদ সাহেবকে তার প্রেজেন্টেশনের জন্য। এতে তিনি তুলে ধরতে চেষ্টা করেছেন তারেক মাসুদের কাজ ও ক্যাথরিন মাসুদের অবদান। এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
Muhammad Al Emran (Bengali: মুহাম্মদ আল ইমরান) known as M A Emran, is a Bangladeshi actor, writer and filmmaker.