কৃষি দেবতা শিবকে বলা হয় হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। কৃষি দেবতা শিবকে কেন্দ্র করে নাট্যের উদ্ভব। আতি প্রাচীন কাল থেকেই আর্যদের মধ্যে নাটকের চর্চা প্রচলিত ছিল। "শিবের নিকট থেকেই আর্যগণের দেবতা ব্রহ্মা নাট্যশাস্ত্র অধ্যয়ন করেছিলেন।" (পৃ. ১৪৫, বিশ্বরঙ্গালয় ও নাটক- গীতা সেনগুপ্ত) থিয়েটারের কথা বইতে নিয়া হায়দার বলেছেন, "ভারতবর্ষে থিয়েটারের উৎপত্তির পিছনে লৈৗকিক ধর্ম-চেতনা ও বিশ্বাসই কার্যকর ছিল।" প্রাচীন সমাজে, পৃথিবীর সর্বত্রই, আচার-অনুষ্ঠানে নৃত্য ও গীত, নাট্যশিল্পের প্রাথমিক উপাদান বিধ্যমান ছিল। শিবকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করা হত। শিবের কর্মকান্ড নাট্য আকারে প্রকাশ বা প্রদর্শন করা হত। কিন্তু ব্রিটিশরা প্রচার করে উপমহাদেশে তারাই প্রথম নাটকের উদ্ভব করে। আমাদের ঐতিহ্য অনুধাবন করে বলা যায় যে ব্রিটিশদের ভাষ্য ভ্রান্ত। ব্রিটিশ উপনিবেশের আগেই আমাদের নাট্য ছিলো। প্রাচীন কাল থেকেই পূজায় নাট্য রূপ পেতে থাকে। যেমন: চড়ক পূজা, লালকাচ নৃত্য, নীলপূজা, পাটস্মান ইত্যাদি। চড়ক পূজার মাধ্যমে কৃষিপতি শিবকে স্মরণ করা হত। একজন কে দড়িতে বেধে চরকির মত ঘুড়ানো হত। তার হাতে ত্রিশূলে...