Skip to main content

Posts

Showing posts from July, 2024

“আজ রবিবার” নাটকের নিজস্ব ইতিবাচক অর্থ আছে।

আজ রবিবার। আপনি যখন এই লেখাটি পড়ছেন তখন রবিবার নাও হতে পারে। তবে আজ যে নাটক নিয়ে কথা বলবো সেই নাটকের নাম, "আজ রবিবার।" নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ।  নাটকের শুরুতে কঙ্কা "আজ রবিবার" নাটকের চরিত্রের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। কঙ্কা চরিত্রে অভিনয় করেন হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদ। যিনি সর্বশেষ "খোয়াব নগর" নাটকের খোয়াব কন্যার ভূমিকায় অভিনয় করে যেন খোয়াবের মতই অভিনয় থেকে বিরতি নেন। পারিবারিক চালচিত্রের নাট্যরূপ। হুমায়ূন আহমেদের রচনা সমূহে তার বাস্তব জীবনের বেশ প্রভাব রয়েছে। সেদিক থেকে বলতে পারি "আজ রবিবার" নাটকের একটি নিজস্ব ইতিবাচক অর্থ আছে। বর্তমান সময়ে যখন টেলিভিশন নাটক নিয়ে রুচির প্রশ্ন ওঠে তখন নাটকের দর্শক বারবার ফিরে যায় সোনালি দিনে। যাকে ইংরেজিতে বলা হয়, "ওল্ড ইস গোল্ড।" নাটকের নাম নির্বাচনে কত সহজ দৃষ্টিভঙ্গি লক্ষণীয়। তবে এই সময়ে নাটকের নাম প্রসঙ্গে সেই দৃষ্টিভঙ্গি লোভনীয়। নাম প্রসঙ্গে নাই বা বললাম কিন্তু বর্তমান সময়ে নাটক দেখতে বসলে চিন্তা করতে হবে কে বা কারা আছে ব্যক্তির পাশে। পরিবার নিয়...

গল্প: বিকালের বোধ।

"তোমার নামের মতো আমার একটি নাম আছে। আমার নাম তৌফিকুর নূর। আমার বাবা চাকরি করেন। তিনি বৃহস্পতিবার বাসায় আসেন আবার শনিবার চলে যান। আমাদের প্রতিবেশীরা অনেক ভালো। আমার একমাত্র বন্ধু লিমনের বাসা আমাদের বাসার পাশেই।" এতক্ষণ নূর তার নতুন বন্ধুকে বলছিলো এ কথা গুলো। নূরের বাবার নতুন এক স্থানে বদলি হয়েছে। তাই তারা পূর্বের স্থান থেকে চলে গিয়েছে। নতুন পরিবেশে নূরের তেমন ভালো লাগছে না। দুপুরে খাবারের পর রুটিন করা ছিলো বাবা মা ঘুমিয়ে গেলেই চুপিচুপি করে বিছানা থেকে নেমে অল্প শব্দে দরজা খুলে মাঠে চলে যেত। সেখানে লিমনের সাথে খেলাধুলা করতো। অবশ্য এজন্য নূরকে সামান্য ঘুমের ভান করতে হতো। নতুন স্থানে এসে এমন কোন কাজ করতে হয় না। কেননা ওর পাশের বাসার ছেলেটি বিকালে খেলাধুলা না করে ঘুমায়। নূরের বিকাল বেলা ঘুমাতে ইচ্ছে করে না। কেনই বা ঘুমাতে ইচ্ছে হবে? একদিন বিকালে ঘুমালো। ঘুম থেকে উঠে দেখে রাত হয়েছে। আবার একদিন ঘুম থেকে উঠে নূর বুঝতে পারে সকাল হয়েছে। নতুন দিন। স্কুলের জন্য রওনা দিতে হবে। স্কুলের পোশাক পরে নূর তার মাকে বলতে যাবে তখন তা মা জানায় এখন তো বিকাল। এসব সমস্যার কারণে নূর বিকালে ঘুমাতে যায় না।...