Skip to main content

Posts

Showing posts from August, 2024

কাজী নজরুল ইসলাম এবং চলচ্চিত্র।

"আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেণী যাবে যবে খুলিতে।" উল্লিখিত গানের গীতিকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম গানে বলেছেন, "...আমারে দেব না ভুলিতে...।" সত্যি কথা বলতে আমরা চাইলেও তাকে ভুলতে পারবো না! আর আমরা তাকে ভুলতেও চাই না। সাহিত্যের নানা শাখায় বিচরণ কাজী নজরুল ইসলামের। নাটক, সিনেমা, গান, কবিতা, গল্প ও উপন্যাস সাহিত্যের সকল মাধ্যমেই নিজেকে বিকশিত করেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের গল্প উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বেশকিছু চলচ্চিত্র। তিনি নিজে অভিনয় করেছেন সিনেমায়। এমনকি পরিচালক হিসেবেও কাজী নজরুল ইসলাম কে আমরা পাই। যদি বলা হয় নজরুলের পেশা কি? তবে ঠিক এমন ভাবে বলা যাবে তালিকা সমূহ- কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সম্পাদক, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা, অনুবাদক, রাজনৈতিক কর্মী। কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম "ধূপছায়া"। যাতে তিনি দেবতা বিষ্ণুর চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৩৩ সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানি থেকে গিরিশচন্দ্র ঘোষের লেখা ‘...

কণ্ঠশিল্পীরা কণ্ঠে দিয়ে, পরিচালকরা নির্মাণ দিয়ে বন্যার্তদের পাশে!

 "সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে!" শিক্ষা জীবনে এই ভাবসম্প্রসারণ পড়ে নাই এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমান সময়ে এসে এই ভাবসম্প্রসারণের প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক এসোসিয়েশন আজ(২৮ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ) বানভাসি মানুষের সহায়তা প্রদানের জন্য আয়োজন করেছে কনসার্টের। সেখানে কণ্ঠশিল্পীরা তাদের কণ্ঠে দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এদিকে নির্মাতাদের আছে অসাধারণ নির্মাণ তারা তাদের নির্মাণ দিয়ে বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছে। 'জীবন সংগ্রামের ছবি' শিরোনামে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি। যাতে  ৪টি পর্বে ১৫টি সিনেমা দেখানো হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইভান মনোয়ারের 'দ্য সাউন্ড ইজ লাউড' দিয়ে ১ম সেশন শুরু হবে। ৩ মিনিট প্রিমিয়ার হবে 'দ্য সাউন্ড ইজ লাউড' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এই সেশনে মোট ৬টি স্বল্পদৈর্ঘ...

"এইসব দিনরাত্রি" নাটক নিয়ে মুহাম্মদ আল ইমরানের লেখা।

"এইসব দিনরাত্রি" হুমায়ূন আহমেদের রচিত একটি জনপ্রিয় ধারাবাহিক টেলিভিশন নাটক।    বাংলা সাহিত্যের এক কিংবদন্তীর নাম হুমায়ূন আহমেদ। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার। তিনি নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও বেশ সমাদৃত।    একটা সময় বাংলাদেশে টেলিভিশন নাটক ছিলো বিনোদনের অন্যতম মাধ্যম। আর সেই টেলিভিশন শব্দটি শুনলে ঐ সময়ের মানুষ বুঝতো বিটিভি'কে। আর ১৯৮৫ সালে বিটিভিতে প্রচারিত হয় হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক, "এইসব দিনরাত্রি"। প্রতি মঙ্গলবার প্রচারিত হত নাটকটি। ঐ সময়ে সবার বাসায় টিভি ছিল না। যাদের বাসায় টিভি থাকতো তাদের বাসায় ভিড় পড়ত। বর্তমানে "এইসব দিনরাত্রি" নাটকটি "বাংলাদেশ টেলিভিশন" এর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। সেখানে মোট ৫৯টি পর্ব আছে। প্রতিটি পর্বের সময়সীমা ২০-২২ মিনিট।   একান্নবর্তী পরিবারের এই নাটকে রয়েছে আশা, আনন্দ, ব্যর্থতা। জীবন অতিক্রম করতে নানাবিধ পথ পাড়ি দিতে হয়। সবাই চায় জীবনকে সুন্দর ভাবে অতিবাহিত করতে। গল্পের রফিক চরিত্রেক কথাই বলি না কেন! নাটকে রফিকের দৃশ্য শুরু হয় সাধারণ জ্ঞানের বই মুখস্থ করার অবস্থা...