"আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেণী যাবে যবে খুলিতে।" উল্লিখিত গানের গীতিকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম গানে বলেছেন, "...আমারে দেব না ভুলিতে...।" সত্যি কথা বলতে আমরা চাইলেও তাকে ভুলতে পারবো না! আর আমরা তাকে ভুলতেও চাই না। সাহিত্যের নানা শাখায় বিচরণ কাজী নজরুল ইসলামের। নাটক, সিনেমা, গান, কবিতা, গল্প ও উপন্যাস সাহিত্যের সকল মাধ্যমেই নিজেকে বিকশিত করেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের গল্প উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বেশকিছু চলচ্চিত্র। তিনি নিজে অভিনয় করেছেন সিনেমায়। এমনকি পরিচালক হিসেবেও কাজী নজরুল ইসলাম কে আমরা পাই। যদি বলা হয় নজরুলের পেশা কি? তবে ঠিক এমন ভাবে বলা যাবে তালিকা সমূহ- কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সম্পাদক, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা, অনুবাদক, রাজনৈতিক কর্মী। কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম "ধূপছায়া"। যাতে তিনি দেবতা বিষ্ণুর চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৩৩ সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানি থেকে গিরিশচন্দ্র ঘোষের লেখা ‘...