Skip to main content

Posts

সৈয়দ ওয়ালীউল্লাহর ‘বহিপীর’ নাটক ফ্রেইট্যাগের পিরামিড কাঠামো ব্যবহার করে বিশ্লেষণ। মুহাম্মদ আল ইমরান

সৈয়দ ওয়ালীউল্লাহ ১ রচিত কালজয়ী নাটক ‘ বহিপীর ’ ২ ফ্রেইট্যাগের পিরামিড কাঠামো ৩ ব্যবহার করে বিশ্লেষণ : ‎ ‎ ১ . Exposition ( উন্মোচন ): ‎ নাটকের শুরুতে দর্শক বা পাঠক চরিত্রগুলোর সাথে পরিচিত হয় এবং কাহিনীর প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করেন যা মূলত উন্মোচন। যেখানে চরিত্রে পরিচয় , সামাজিক অবস্থান সর্বোপরি কাহিনীর উন্মোচন হয়। সৈয়দ ওয়ালিউল্লাহর এর বহিপীর নাটকে দেখা যায় , বহিপীর জমিদার হাতেম আলীর বজরায় আশ্রয় নেন। হাতেম আলী একজন ধর্মপ্রাণ কিন্তু দুর্বলচেতা জমিদার , যিনি তাঁর জমিদারি হারানোর আশঙ্কায় ভীত। তাঁর স্ত্রী খোদেজা বেগম , পুত্র হাসেম আলী , তাহেরা , হকিকুল্লাহ ও কক্ষের বাইরে যে চাকরটিকে মসলা পিষতে দেয়া যায় তাদের উপস্থিতি বহিপীরের ক্ষমতা ও ভণ্ডামি , হাতেম আলীর অসহায়ত্ব এবং জমিদার পরিবারের সামাজিক অবস্থান উন্মোচিত হয়। তাহেরা অন্যায় বিয়ে থেকে বাঁচতে পালিয়ে এসেছে এবং তার আশ্রয় হয়েছে হাতেম আলীর বজরায়। ‎ ‎ ২ . Inciting Incident ( উদ্দীপ্তকারী ঘটনা ) ‎ ‎ এই অংশে...