Skip to main content

তুমি এসো আমারও আলয়....

 


গান: তুমি এসো আমারও আলয়....

কথা: মুহাম্মদ আল ইমরান।




তুমি এসো এসো


আমারও আলয়...




যখন আসবে তুমি,


থাকবেনা আর অভিমান।


তোমায় রাখবো,


আমার বুকেতে।




তুমি এসো আমারও আলয়...




তোমার মেঘো কেশে-


আখি পল্লবে


লাল ঠোটে তুমি বলবে কথা, আমায় নিয়ে।




একটু রেগে হাসি মুখে...


ভালোবাসবে আমায়।


তুমি এসো আমারও আলয়...




তুমি এসো মুক্ত কেশে,


আমারও আলয়।


নীল শাড়ি পড়তে,


ভুলনা না যেন।


তুমি এসো আমারও আলয়।






[লেখা কপি বা নকল করা থেকে বিরত থাকুন।]


বিজ্ঞাপন




ঘরে বসে Spoken English Course এ ভর্তি হওয়ার লিংক👉 https://10ms.io/FwnX8E

ইংরেজির ভয়, এবার জয় হবে খুব সহজেই। এখন ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে স্পোকেন ইংলিশ শিখুন টেন মিনিট স্কুলের 'ঘরে বসে Spoken English' কোর্সের সাহায্যে। 🔥

কোর্সটি কিনতে এখনই চলে যান উপরে 👆 দেওয়া লিংকে আর ঘরে বসেই হয়ে উঠুন স্পোকেন ইংলিশে প্রো। 💯


 

Comments