গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার হলে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে চলচ্চিত্রের প্রয়াত গুণিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন শীর্ষক অনুষ্ঠান মনীষী স্মরণ অনুষ্ঠিত হয়। যাতে চলচ্চিত্র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কবির সম্পর্কে প্রবন্ধ পাঠ, আলোচনা এবং তার 'মহানায়ক' চলচ্চিত্র প্রদর্শনী হয়। প্রবন্ধ: "সাব্যসাচী চলচ্চিত্র ব্যক্তিত্ব আলমগীর কবির ও তাঁর সীমানা পেরিয়ে(১৯৭৭) চলচ্চিত্রের একটি নিবিড় পাঠ।" প্রাবন্ধিক: অধ্যাপক ড. ফাহমিদা আক্তার ম্যাডাম। আলোচনা করেন নাজিম-উদ-দৌলা, লাবনী আশরাফি সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন অনুপম হায়াৎ। ঐদিন আমার সাথে এক ম্যাজিক্যাল ঘটনা ঘটে। সেমিনারে অধ্যাপক ড. ফাহমিদা আক্তার ম্যাডাম এসে আমাকে জিজ্ঞেস করেন, "আপনি কি ইমরান?" আমি বলি- জি ম্যাডাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করি জানতে পেরে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির সাহেব- ড. কামালউদ্দিন কবির স্যারের কথা বলেন। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. ফাহমিদা আক্তার ম্যাডাম। এরপর ব...