“আগতির আলপনা” সোমবার, ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্থান: ল্যাবকক্ষ – ৬০১, ইউটিলিটি ভবন, জবি, ঢাকা। Photo: Durjoy Saha "-নব নবীনের লাগি প্রদীপ ধরিয়া আঁধারের বুকে আমার রয়েছি জাগি! ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙে, নব আকাঙক্ষা আশার স্বপনে হৃদয় মোদের রেঙে, দেবতার দ্বারে নবীন বিধান-নতুন ভিক্ষা মেগে দাঁড়ায়েছি মোরা তরুণ প্রাণের অরুণের অনুরাগী!" হে নবীন, নাট্যাচার্য সেলিম আল দীনের চাকা নাটকের গরুর গাড়ির চাকার মতই আমাদের জীবন চক্রাকারে আবির্ভূত হয়। আমরা যতই সামনের দিকে অগ্রসর হই ততই নব-নব নিত্য দ্বার উন্মোচিত হয়। তেমন দ্বারেই আপনারা এসে পেীঁছিয়েছেন। এক বিশেষ দিনে- ১৯ তম বিশ্ববিদ্যালয় দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এক নতুন সুর, এক নতুন স্পন্দন নিয়ে নবীনসত্তার পদচারণায় মুখরিত এই প্রাঙ্গণ, যেখানে স্বপ্ন আর সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। নাট্যকলা বিভাগের নবীন সদস্যদের বিশ্ববিদ্যালয়ের এই জ্ঞানালোকিত আঙিনায় পুনরায় জানাই আন্তরিক স্বাগতম। ...