শুভ জন্মদিন গুণী নির্মাতা। আপনার নির্মিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র থেকে প্রতিনিয়ত কিছু শেখার চেষ্টা করছি। আপনি আমাদের জন্য তৈরি করেছেন অমূল্য সম্পদ। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানতে পারি ইউনিভার্সিটি অব লন্ডনের "School of Oriental and African Studies" এম.এ ক্লাসের জন্য আপনার "রূপসা নদীর বাঁকে(Quiet Flows the Rever Rupsa)" চলচ্চিত্রটি টেক্সট ফিল্ম হিসেবে অন্তভূক্ত করেছে। তাই চলচ্চিত্রটি ঐ দিনই দেখলাম। এর আগে সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী উপন্যাস “লালসালু” অবলম্বনে আপনার নির্মিত চলচ্চিত্র সর্বপ্রথম দেখি। এরপর আসাদুজ্জামান নূর অভিনীত "হুলিয়া", "নদীর নাম মধুমতী", "জীবনঢুলি", ১৯৪৭ সালের দেশভাগের উপর নির্মিত প্রামাণ্যচিত্র "সীমান্তরেখা" ও চলচ্চিত্র "চিত্রা নদীর পারে" ইত্যাদি দেখেছি। "অনলাইন চলচ্চিত্র পাঠচক্র" এর সুবাদে মার্চ(২০২৪) মাসে পড়ছি আপনার "চলচ্চিত্র নন্দনতত্ত্ব ও বারোজন ডিরেক্টর" বইটি। আপনার জন্মদিনের শুভেচ্ছা। সব সময় সুস্থ ও নিরাপদে থাকুন এই কামনা করি। ~ মুহাম্মদ আল ইমরান...