সূচনা: ১৭৮১ সালে প্রতিষ্ঠিত আর্মেনীয় গির্জা পুরান ঢাকার একটি প্রাচীন খ্রিস্টধর্মীয় উপাসনালয়। মোগল আমলের শেষদিকে ব্যবসায়িক প্রয়োজনে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ঢাকায় আসতে শুরু করেন আর্মেনিয়রা। তারা যে স্থানে বসবাস করে সে স্থানের নাম হয় তাদের নামেই। টোলা বলতে সাধারণত বাসস্থান বোঝানো হয়। তাই তাদের বাসস্থান পরিচিতি লাভ করে আরমানিটোলা নামে। দ্য ডেইলি স্টারে প্রকাশিত ”কালের সাক্ষী পুরান ঢাকার আর্মেনিয়ান চার্চ” শিরোনামে বলা হয়েছে, “তাদের থাকার এই জায়গাটির নাম ব্রিটিশপূর্ব সময়ে ছিল ‘আলে আবু সাইদ’। সেটি পরিবর্তিত হয়ে আরমানিটোলা নামটিই স্থায়ী হয়।” গির্জা নির্মাণের পূর্বে ঐ স্থানে ছিল আর্মেনীয়দের একটি কবরস্থান। গির্জা নির্মাণের জন্য কবরস্থানের আশেপাশে যে বিস্তৃত জমি তা দান করেছিলেন আগা মিনাস ক্যাটচিক নামের এক আর্মেনীয়। লোকশ্রুতি অনুযায়ী গীর্জাটি নির্মাণে সাহায্য করেছিলেন চারজন আর্মেনীয়। তারা হলেন মাইকেল সার্কিস, অকোটাভাটা সেতুর সিভর্গ, আগা এমনিয়াস এবং মার্কার পোগজ। অবস্থান: ঢাকায় আরমানিয় গির্জার অবস্থান- পুরান ঢাকার বাবু বাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা রোডে। বাবু বাজার ব্রিজ থেকে স...