Skip to main content

Posts

Showing posts from December, 2024

কবিতা: একটি মেয়ের গল্প

    কবিতা:  একটি মেয়ের গল্প লেখক: মুহাম্মদ আল ইমরান। _____ বাবা মায়ের আদরের কন্যা, দিন যাচ্ছে বয়স হচ্ছে। এদিকে এলাকার যুয়ন থেকে বুড়ো, চোখ দিয়ে গিলে খাচ্ছে। সমাজ ভালো না, কার দায় দিব? চাকরি ওয়ালা ছেলের সাথে বিয়ে হলো। দিনের পরে রাত আসে, তারপর আবার দিন। জীবনের কষ্টে সুখ শব্দটা হারিয়ে গেল। নির্জন বসে একলা বাবা-মায়ের কথা ভাবে! যখন দেখতে ইচ্ছে করে,  মনের জানালায় চেয়ে থাকে। বিয়ে হয়েছে পনেরো মাস, বাবা-মায়ের দেখা পায়নি। কি করে পারবে? যৌতুক তো দেয় নাই। বাবা ফারুক সাহেব, যার চোখে ছিল না জল। মেয়ের শোকে চোখে জল টল-বল। কোন কথা কয় না, বাবারা নাকি সব সইতে পারে। মেয়ের মা সাত মাস ধরে বিছানাতে। মেয়ের খোঁজে গিয়েছিল মোরখালী। মেয়েকে না দেখলেও! বেয়াই বাড়ি থেকে নিয়ে এসেছে, অপমানের বোঝা। মেরে ফেলবে বলে, কথা কয় না মেয়ে। এ রকমই দিন যায়, মেয়ের দেখা পায় না বাবা-মা। মেয়ের ডায়রিতে লেখা, "এভাবে আর কয় দিন, সইবে মোর বাপ মা, উপহার রুপের যৌতুক দিতে দিতে, এবার মুক্তি দাও আমার জগতকে।" [লেখা কপি বা নকল করা থেকে বিরত থাকুন। একান্ত প্রয়োজন হলে লেখকের সাথে কথা বলুন।] ~ মুহাম্মদ আল ইমরান। বিজ্ঞাপন ঘরে বসে Sp...

কবিতা: গীর্জার ঘন্টা বাজে।

কবিতা: গীর্জার ঘন্টা বাজে। লেখক: মুহাম্মদ আল ইমরান। দুয়ারের বাহিরে গৃহ থেকে নব কান্না। গীর্জার ঘন্টা বাজে। হাটে যায়, ঘাটে যায়, মাঠে যায়, যায় গৃহে কিশোর সন্ধ্যা ঘনিয়ে। ভালো লাগে মায়ের হাতের মাখানো ভাত।  উদ্দীপনা বাড়িয়ে দিয়ে তারুণ্যের কথা বলে। দেখা হয়, মনের কোণে রাখা হয়, কথা হয়, বিকালের অভিমুখে সন্ধ্যা নামার আগে। যুবকের গীত ততদিনে শুনে যায় কোন অপরূপা যৈবতী কন্যা। সংসারে তার মন বসে না, ঘরের কাজে নিঃসঙ্গ তার স্ত্রী। এলো নব কান্না- গীর্জার ঘন্টা বাজে। গ্লানিবোধটুকু রাখে অপেক্ষায়। নব কান্নার আনন্দে বিমোহিত পটভূমি। সংসারে তার মন বসেছে, ঘরের কাজে দিয়েছে হাত। দায়িত্বের বেড়াজালে বন্দী। ছেলে মেয়ে স্বজন নিয়ে আপন হৃদয়ে বাজে আনন্দের সংগীত। গীর্জার ঘন্টা বাজে। 

২৪ সালে ২৪:২৪

ড. ফাহমিদা আক্তার  ম্যাডামের পরিচালনা ও গ্রন্থনায় "তাঁরা ছিলেন - থাকবেন প্রেরণা হয়ে(২০২৪) [They Were - Will Remain an Inspiration(2024)] তথ্যচিত্রটি দেখলাম। যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০২৪ সালে অবসর গ্রহণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ২০২৪ সালের নির্মিত তথ্যচিত্র যার স্থিতিকাল ২৪ মিনিট ২৪ সেকেন্ড। আসলে ২০২৪ সালের তথ্যচিত্র বলেই কি ২৪ মিনিট ২৪ সেকেন্ড রাখা হয়েছে? বিষয়টি কি কাকতালীয় নাকি এই ২৪ এর কোন বিশেষত্ব আছে? এটা ভাবনা বিষয়। তবে এতে নতুনত্ব রয়েছে ২৪-২৪:২৪। ৬:০২ - ৬:১৫ এই অংশের ১৩ সেকেন্ড মনে হচ্ছিল ফ্রেমের বাহিরে চরিত্র। কিন্তু ডান পাশের দেয়ালের দিকে তাকালে সেটা আবার মনে হয় না। আর ১৯:০৮ - ২০:১০ এই অংশে বক্তব্যের সময় সম্পূর্ণ 'High Angle' না রেখে সাইট ভিউ বা 'Shoulder Level' short রাখলে মনে হয় আরো ভালো লাগত! ১৪:৫৮ - ১৫:৩৪ এই অংশের কথা বিশেষ ভাবে বলতে হয়। কেননা গাছের কাণ্ড ও চরিত্রের চোখের একটা মিল লক্ষ করা যায় 'The Rule of Thirds' প্রয়োগ করে। এই অংশটা বেশ সুন্দর লেগেছে। এছাড়া শুরুর গল্প ও শেষের গান তথ্যচিত্রে ভিত্ত...

তারেক মাসুদ: নব নিত্য চিন্তাধারা - মুহাম্মদ আল ইমরান।

তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার সম্পূর্ণ নাম আবু তারেক মাসুদ হলেও তিনি তারেক মাসুদ নামেই বেশ পরিচিত। তার পিতার নাম মশিউর রহমান মাসুদ ও মাতার নাম নুরুন নাহার মাসুদ। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ। তার পূর্বের নাম ক্যাথরিন শেপিয়ার (Catherine Lucretia Shapere) । তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের এক পুত্র সন্তান রয়েছে , নাম ‘ বিংহাম পুত্রা মাসুদ নিশাদ ’ । তারেক মাসুদ ঢাকার লালবাগ মাদ্রাসা থেকে মৌলানা পাস করেন। তবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার মাদ্রাসা শিক্ষার সমাপ্তি ঘটে। পরে ফরিদপুরের ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে আইএ পাশ করেন করে নটর ডেম কলেজে ভর্তি হন। কিন্তু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারেক মাসুদের বাবা মশিউর রহমান মাসুদের ব্যক্তিজীবনের সঙ্গে যে...